শিরোনামবাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস       এবার এক ফ্রেমে তারা তিনজন       লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন        নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিল বিসিবি       গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল       পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা       সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ রোববার      

গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

গাজায় ৪৪ হাজারের বেশি মৃত্যু

ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় সর্বশেষ গতকাল বুধবার ভোরেও অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে গাজায় প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই। খবর আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, ইসরায়েলি হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৯ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ৪৩ হাজার ৯৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

গাজার সূত্র জানায়, সর্বশেষ গতকাল ভোরে জাবালিয়ার আল বালাদ এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে অন্তত ১২ জন নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁই ছুঁই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ ছাড়া আর ১০ হাজারের বেশি মানুষ ইসরায়েলি বোমায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে আছে। তাদের লাশও উদ্ধার করা সম্ভব হয়নি। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উদ্বাস্তু হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। খাদ্য-পানির অভাবে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও কলেরা।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৫ হাজার ৩৬ জনের বেশি।

নেতানিয়াহু বললেন, হামাসের শাসন আর থাকবে না : ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মঙ্গলবার তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থি সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।’ রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তার গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।



Post a Comment

0 Comments