অবশেষে এল শাকিবের ‘দরদ’
অবশেষে মুক্তি পেল শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’। শাকিবভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর। তবে এই ছবি ঘিরে ভক্তদের মন খারাপের ঘটনাও কম ঘটেনি। প্রথমত, ছবির মুক্তির তারিখ নিয়ে পরিচালক অনন্য মামুন বেশ কয়েকবার পরিবর্তন এনেছেন। নির্ধারিত তারিখ অনেক আগেই ঠিক করা হলেও ট্রেলার বা ছবির গান প্রকাশে দীর্ঘসূত্রতা ভক্তদের হতাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে তারা বারবার অভিযোগ করেছেন। এমনকি গান মুক্তির তারিখও বারবার পেছানো হয়েছে।
তবে শেষমেশ ট্রেলার ও গান প্রকাশিত হওয়ার পর শুক্রবার মুক্তি পেয়েছে ‘দরদ’, যা নিয়ে শাকিবিয়ানদের মধ্যে বেশ খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে তাদের আগ্রহের বড় কারণগুলোর মধ্যে অন্যতম হলো, এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান, যিনি ‘জান্নাত’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। শাকিবের সঙ্গে বলিউডের কোনো নায়িকার প্রথমবারের মতো জুটি বাঁধা দেখে ভক্তরা ভীষণ উৎসাহিত। এ কারণে ‘দরদ’ ঘিরে তাদের উত্তেজনাও বেশ প্রবল।
তবে কেউ কেউ মনে করছেন, শাকিবের আগের ছবি যেমন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ এবং সম্প্রতি আলোচিত ‘তুফান’-এর মতো প্রচারণা এবং উন্মাদনা ‘দরদ’ ঘিরে তুলনামূলকভাবে কম ছিল। এর পেছনে পরিচালক অনন্য মামুনের প্রতি ভক্তদের অসন্তোষ একটি বড় কারণ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা দেখা গেছে। তবে এসব বিতর্ক সরিয়ে রেখে ছবির মুক্তি এবং ভক্তদের উদ্দীপনাই এখন মূল বিষয়।
‘দরদ’ সিনেমার ট্রেলারের শুরুর দিকে গল্পটি সরল মনে হলেও, একটি খুন সবকিছু ওলটপালট করে দেয়। গল্পটি ক্রমেই জটিল ও রহস্যময় হয়ে ওঠে। ছবির কাহিনিতে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সন্দেহের তীর গিয়ে পড়ে ছোট শহরের এক সাধারণ মানুষ দুলু মিয়ার দিকে। এই চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান। তাঁর সঙ্গে বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন।
প্যানইন্ডিয়া প্রজেক্ট হিসেবে নির্মিত এই ছবি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় ২০টি দেশের ৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ মুক্তিকে কেন্দ্র করে দেশজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মুক্তির আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ২২টি শো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর অগ্রিম টিকিটও পাওয়া যাচ্ছে।
পরিচালক অনন্য মামুন আরও জানিয়েছেন, ঈদের মৌসুম ছাড়া সাধারণ সময়ে ১০০টি হলে মুক্তি পাওয়া একটি বিরল ঘটনা। ‘দরদ’ ইতোমধ্যে দেশের ৮০টি হলে চূড়ান্ত হয়েছে। তাঁর বিশ্বাস, দর্শক এই ছবি দেখে হতাশ হবেন না।
এখন দেখার বিষয়, শাকিব খানের ‘দরদ’ তাঁর ভক্তদের—বিশেষ করে শাকিবিয়ানদের—কতটা মুগ্ধ করতে পারে। সেই উত্তর পাওয়া যাবে ছবির মুক্তির পরই!
0 Comments