শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য নাম: প্রধান উপদেষ্টা |
শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ আজ একটি নির্ভরযোগ্য নাম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টার ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি নির্ভরযোগ্য নাম।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘে আমাদের শান্তি রক্ষীরা ৪৩টি দেশে ৬৩টি ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তি রক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে, বাংলাদেশ বর্তমানে অন্যতম নারী শান্তি রক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এজন্য আমরা আপনাদের অন্তরের অন্তস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী রাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহঅবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বর্হিশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ।
এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী নানা সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সশস্ত্র বাহিনীর সদ্যদের ভূয়সী প্রসংশা করেন।
0 Comments