যমুনা ফিউচার পার্কে চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী
যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরির ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।
আব্দুস সামাদ নামের এক দোকানের ব্যবস্থাপক জানান, রাতের বেলা মোবাইলের দোকানে চুরি হওয়ায় ক্ষোভে দোকান মালিক ও কর্মীরা প্রতিবাদে রাস্তায় নামেন।
পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, "আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, গতরাতে যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ১২টায় দোকানদাররা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। তবে জুমার নামাজের পর তারা আবার রাস্তায় নেমে আসেন।"
বেলা আড়াইটার দিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, "আমরা ঘটনাস্থলে রয়েছি এবং দুই পক্ষের সঙ্গে কথা বলছি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে আপডেট জানানো হবে।"
এই ঘটনায় ব্যবসায়ীদের ক্ষোভ প্রশমনে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানা গেছে।
0 Comments