চিন্ময় কৃষ্ণের মুক্তিতে মিছিলের প্রস্তুতি, ৬ আ‘লীগ নেতা গ্রেফতার


চিন্ময় কৃষ্ণের মুক্তিতে মিছিলের প্রস্তুতি, ৬ আ‘লীগ নেতা গ্রেফতার




চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির সময় চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় ৬ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টায় তাদের গ্রেফতার করা হয়। তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্যমোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশা (৪২), যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম (৩২),

পাহাড়তলি থানার ওসি জানান, তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় চুরি-ডাকাতি, ভাঙচুর-অগ্নিসংযোগ, মাদক চোরাচালান ও জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

Post a Comment

0 Comments